সব

বার্নিকাটের গাড়িতে হামলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 5th August 2018at 8:29 pm
167 Views

স্টাফ রিপোর্টারঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে একদল সশস্ত্র লোক হামলা করেছে।

আজ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এই হামলার কথা জানানো হয়।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে একদল সশস্ত্র লোক হামলা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার(০৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও বলা হয়, হামলায় রাষ্ট্রদূত, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোন ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। এই ঘটনায় দ্রুত সাড়াপ্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, শনিবার (০৪ আগস্ট) রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় একটি নৈশভোজে অংশ নেয়া শেষে বের হওয়ার পর বার্নিকাটের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বদিউল আলম মজুমদারের বাসায়ও হামলা করেছে একদল সন্ত্রাসী।


সর্বশেষ খবর