১৯ আগস্টের মধ্যে বেতন-বোনাস পরিশোধের: মন্ত্রীর নির্দেশ
স্টাফ রিপোর্টারঃ ১৯ আগস্টের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির এক বৈঠক শেষে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের জুলাই মাসের বেতন ১০ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে; বোনাস দিতে হবে ১৬ আগস্টের মধ্যে। এছাড়া কারখানার সক্ষমতা ভেদে চলতি মাসের আংশিক বেতন শ্রমিকদের সাথে আলোচনা করে ১৯ আগস্টের মধ্যে প্রদান করতে হবে।