সব

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা, বাস চালাচ্ছিল হেলপার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 11th August 2018at 9:30 pm
122 Views

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে নিউভিশন পরিবহনের একটি বাস।

শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং বাসচালক ও হেলপারকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউভিশন পরিবহনের একটি বাস তার গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়।

শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। তখন হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২) বাসটি চালাচ্ছিল। তার কোনও ড্রাইভিং লাইসেন্স ছিল না।


সর্বশেষ খবর