সব

গাজীপুরের গজারি বন থেকে শিশুর লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 12th August 2018at 9:26 pm
266 Views

 

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ নিখোঁজের দুদিন পর গাজীপুরে গজারী বন থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক জন আটক হয়েছেন।

১১ অগাস্ট শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের হোতাপাড়া এলাকার একটি গজারী বন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত সাজিম হোসেন (৮) হোতাপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে। সেলিম ঢাকায় গাড়ি চালান।

গত ৯ আগস্ট দুপুরের পর সে নিখোঁজ হয়।

নিহত শিশুর মা আরিফা খাতুন বলেন, “সাজিমকে বাড়িতে রেখে কাপাসিয়ার দরদরিয়া গ্রামে শ্বশুর বাড়িতে চলে যাই। আমাকে ফোন করে ছেলেকে অপহরণ করা হয়েছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। টাকা না দিলে ছেলেকে খুন করে লাশ গুম করা হবে বলেও ফোনে জানানো হয়।”

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল মালেক জানান, ‘অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সূত্রের মাধ্যমে নিহত সাজিমের ফুফাত বোন জামাই মাহাবুব (৩২)কে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুর বাড়ির পাশের গজারী বন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’


সর্বশেষ খবর