জঙ্গি হামলার শঙ্কায় বাংলাদেশ: মার্কিন প্রতিবেদন
আমারবাংলা ডেস্কঃ দেশ ভিত্তিক সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। এই প্রতিবেদনে বাংলাদেশের জঙ্গি পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়েছে।
‘ব্যুরো অব কাউন্টার টেরোরিজম অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ এর এই প্রতিবেদন বলছে, ২০১৭ সালে বাংলাদেশে তিনটি জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।
তবে ২০১৬ সালের জঙ্গি হামলার তুলনায় গত বছর জঙ্গি হামলার পরিমাণ ছিলো কম। কিন্তু এখনও আইএস এবং আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) মতো আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ।
এই প্রতিবেদন বলা হয়, গত বছর মার্চে বাংলাদেশে তিনটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। এরপর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি হামলার চেষ্টা নস্যাৎ করে দেয়।
এক্ষেত্রে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং দেশের ভেতরে কোনো জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে না।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ৪০টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। একিউআইএস এবং আইএস এসব হামলার দায় স্বীকার করেছে। কিন্তু বাংলাদেশ সরকার এজন্য আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা নাকচ করে এসব ঘটনায় দেশিয় জঙ্গিগোষ্ঠীদের দায়ী করছে।