তাঞ্জানিয়ায় ফেরি ডুবি, নিহত ৬২
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার তাঞ্জানিয়ায় ভিক্টোরিয়া হ্রদে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ৬২ জন প্রাণ হারিয়েছে।
এমভি নায়রেরে নামের ফেরিটি ওকরা ও বুগলরা নামে দু’টি দ্বিপের মাঝামাঝি স্থানে চার শতাধিক যাত্রী নিয়ে ওই উল্টে যায়।
প্রত্যক্ষদর্শী অনেকের দাবি, ডুবে যাওয়া যাত্রীর সংখ্যা দুই শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে ওই ফেরিডুবির ঘটনাটি ঘটে। উদ্ধার কর্মীরা শতাধিক যাত্রীকে জীবিত এবং ৩২ জনতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
এদিকে, উদ্ধার কর্মীদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজ করছেন। শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
উল্লেখ্য, তাঞ্জানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস-সালাম থেকে রওনা দেয়ার পর জাঞ্জিবার উপকূলে উত্তাল সমুদ্রে বুধবারের ওই ফেরি ডুবির ঘটনায় এখনো ৮০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় এ পর্যন্ত ৬২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জাহাজটি ২৯১ যাত্রী ও নাবিক ছিল।
সূত্র: বিবিসি