হঠাৎ পাঠানো হচ্ছে সৌম্য-ইমরুলকে
স্পোর্ট ডেস্কঃ শুরুতে এশিয়া কাপের মূল দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারের। তাই জাতীয় দল যখন সংযুক্ত আরব আমিরাতে খেলায় ব্যস্ত, তাঁরা তখন খুলনায় খেলছিলেন বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে চারদিনের ম্যাচ।
কিন্তু হঠাৎই এশিয়া কাপের দলের অন্তর্ভুক্ত করা হলো তাদের। আজ শনিবার দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা দুজনের।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সুত্রে খবর, আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা ইমরুল-সৌম্যের। তাই খেলতে পারেন আগামী রোববার আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে।
হঠাৎ দুই ওপেনারের দলে অন্তর্ভুক্তির কারণ হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশি ওপেনারদের চরম ব্যর্থতা। তাছাড়া চোটের কারণে তামিম ইকবাল দেশে ফেরত আসার পর দুই তরুণ লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেননি। তারা ব্যর্থ হয়েছেন সেটা বলাও ভুল হবে না।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তামিম-লিটন দুজনেই ব্যর্থ হয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে লিটন ও শান্ত সাফল্য পাননি। সর্বশেষ ভারতরে বিপক্ষে লিটন-শান্ত সেই একই রকম ব্যর্থ হয়েছেন। তাই অভিজ্ঞ ওপেনারের প্রয়োজনীয়তা দেখা দেয় দলে।
আগামী রোববার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এবং বুধবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। এই দুজনের অন্তর্ভুক্তিতে কেমন সাফল্য পায় দল সেটাই এখন দেখার বিষয়।