সব

ভিয়েতনামের প্রেসিডেন্ট মারা গেছেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 22nd September 2018at 9:25 am
99 Views

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং মারা গেছেন। দীর্ঘদিন রোগভোগের পর আজ শুক্রবার তিনি মারা যান। ভিয়েতনামের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর ছেপেছে স্টার অনলাইন।

কমিউনিস্ট শাসিত দেশটির একজন শীর্ষ নেতা ত্রান দাই কুয়াং এর আগে ভিয়েতনামের জননিরাপত্তামন্ত্রী ছিলেন।

৬১ বছর বয়সী কুয়াং রাজধানী হ্যানয়ের একটি সামরিক হাসপাতালে মারা যান। ভিয়েতনাম টেলিভিশন জানিয়েছে, ‘দেশীয় এবং বিদেশি ডাক্তার এবং অধ্যাপকদের প্রচেষ্টা সত্ত্বেও গুরুতর রোগে’ তার মৃত্যু হয়েছে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র ভিয়েতনাম নিউজ জানিয়েছে, ‍গেল বুধবার তিনি চীনের সুপ্রিম কোর্টের প্রধানের সম্মানে একটি অভ্যর্থনার আয়োজন করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গেল বছরের জুন মাসে তার রোগের লক্ষণ দেখা দিতে শুরু করে। এরপর তাকে ছয়বার জাপানে নিয়ে চিকিৎসা করানো হয়।

খবরে বলা হয়েছে, তিনি এক ধরনের ভাইরাল ভাইরাসে ভুগছিলেন। এটির কোনও কার্যকারি চিকিৎসা নেই।

ভিয়েতনামের কোনও একজন সর্বোচ্চ শাসক নেই এবং আনুষ্ঠানিকভাবে চারটি ‘পিলার’ দ্বারা দেশটি পরিচালিত হয়। এগুলো হচ্ছে-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টির প্রধান এবং ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ার।

যদিও ভিয়েতনামে প্রেসিডেন্টের আনুষ্ঠানিকতা ছাড়া আর তেমন কোনও ক্ষমতা নেই। তবে প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারনী পলিটব্যুরোর একজন সদস্য।

উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিলে ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে দেশটির জননিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কুয়াং।


সর্বশেষ খবর