সব

২০২১ সালের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 22nd September 2018at 9:26 am
95 Views

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে পিয়ংইয়ংয়ের সঙ্গে ফের আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তার দেশ আগামী ২০২১ সালের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ চায় বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে প্রথমবারের মতো নিরস্ত্রীকরণ নিয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি থাকলেও সময়সীমা উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সম্পর্ক পরিবর্তনের আলোচনা শুরুর বিষয়টি চিহ্নিত হবে দেশটির দ্রুত নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে, যা ২০২১ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে। চেয়ারম্যান কিম এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মাধ্যমে কোরীয় উপদ্বীপে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তিপূর্ণ শাসনব্যবস্থা কায়েম হবে।’উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে পিয়ংইয়ংয়ের সঙ্গে ফের আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তার দেশ আগামী ২০২১ সালের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ চায় বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে প্রথমবারের মতো নিরস্ত্রীকরণ নিয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি থাকলেও সময়সীমা উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সম্পর্ক পরিবর্তনের আলোচনা শুরুর বিষয়টি চিহ্নিত হবে দেশটির দ্রুত নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে, যা ২০২১ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে। চেয়ারম্যান কিম এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মাধ্যমে কোরীয় উপদ্বীপে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তিপূর্ণ শাসনব্যবস্থা কায়েম হবে।’


সর্বশেষ খবর