চাঁপাই নবাবগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও জিপিএ৫ প্রাপ্ত দের সংবর্ধনা অনুষ্ঠান
শাহারিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলার প্রাথমিক সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট ও(জেএসসি) সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে শহরের পুরাতন বাজারস্থ অবস্থিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের মিলনায়তন কক্ষে জিপিএ৫ প্রাপ্ত দের কে সংবর্ধনা ক্রেশ প্রদান করা হয়।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান মো. এরফান আলীর সভাপতিত্বে সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ এজেডএম নূরুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জনাব টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ও এরফান গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের একটি সম্মাননা ক্রেষ্ট ও স্কুল ব্যাগ তুলে দেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথিও বিশেষ অতিথি বৃন্দ।
তালিকাভূক্ত সদস্য সন্তানদের লেখাপড়ায় আরও উৎসাহিত করার লক্ষে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির ব্যক্তিগত অর্থায়নে ২৭ জনকে এই সংবর্ধনা দেন।