সব

কোটচাঁদপুর বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 23rd September 2018at 10:53 pm
97 Views

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে দু-দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে সেলিম হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার মধ্যরাতে উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিহত সেলিম উপজেলার কাশিপুর এলাকার নুর ইসলামের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, কোটচাদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দু-দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান উপস্থিত হয় পুলিশ।

সে সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩ শ’ পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও ১ টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর