সব

রাশিয়ার পিঠে ছুরি মেরেছে তুরস্ক : পুতিন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 25th November 2015at 8:16 am
20 Views

61

 

অনলাইন ডেস্ক ঃ  তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। তুরস্ক এ হামলার মাধ্যমে ‘রাশিয়ার পিঠে ছুরি মেরেছে’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।। মঙ্গলবার রাশিয়ার সোচিতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে বসার আগে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুতিন।

তুরস্ক-সিরিয়া সীমান্তে মঙ্গলবার রাশিয়ার একটি সুখোই-২৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। দেশটির দাবি, রুশ যুদ্ধবিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করছে বলে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেটি না মানায় বিমানটিকে গুলি করে নামানো হয়। অবশ্য মস্কো বলছে, তাদের বিমানটি সিরিয়ার আকাশসীমার বাইরে কখনোই যায়নি এবং তুরস্কের আকাশসীমায়ও প্রবেশ করেনি, তারা তা প্রমাণ করতে পারবে।

পুতিন বলেন, ‘আমি বুঝি প্রতিটি দেশের আঞ্চলিক স্বার্থ থাকে এবং আমরা সব সময় তার প্রতি সম্মান দেখিয়ে আসছি। কিন্তু আজ যে অপরাধ করা হয়েছে তা আমরা কোনোভাবেই সহ্য করব না।’ তিনি বলেন, ভূপাতিত বিমানটি কোনোভাবেই তুরস্কের জন্য হুমকি ছিল না। বিমানটি আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। তিনি আরো বলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা প্রতিদিন তুরস্কে তেল পাচার করত এবং বিষয়টি রাশিয়ার অনেক আগে থেকেই জানা ছিল।

এই তেল বিক্রির মাধ্যমে আইএস তাদের অর্থের জোগান নিশ্চিত করত। গত কয়েক দিন তাদের প্রায় এক হাজার তেলের ট্যাংকার ধ্বংস করা হয়েছে। এটা তুরস্কের স্বার্থের জন্য বড় ধরনের আঘাত। পুতিন বেশ স্পষ্টভাবেই বলেন, ‘বিষয়টি আমরা বিশ্লেষণ করে দেখছি এবং বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের সম্পর্ক করুণ পরিণতি বরণ করবে।’

 


সর্বশেষ খবর