সব

ঝিনাইদহে দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 23rd September 2018at 11:06 pm
124 Views

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের সকল সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং ইউনিট এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমুখ।

এ প্রশিক্ষন কর্মশালায় সড়ক নিরাপদ রাখার এবং দুর্ঘটনা এড়ানোর জন্য চালক ও হেলপারদেরকে বিভিন্ন নিয়ম কানুন ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সড়কে ফিটনেস বিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য বলা হয়। এসব আইন অমান্য করলে কি ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে তা তাদেরকে অবহিত করা হয়। কর্মশালায় জেলা ও উপজেলার চালক ও হেলপাররা অংশ নেয়।


সর্বশেষ খবর