গাজীপুরে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজারে ২নং অঞ্চলের কার্যালয় চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃ আহসানুল হক।
স্থানীয় ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ হাফিজুর রহমান খান, গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন, প্রকৌশলী মমতাজ উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, প্রকৌশলী মোঃ আব্দুল হাই, মোঃ আফজালুর রহমান খান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম পনির, মহিলা কাউন্সিলর পুষ্প আক্তার মায়া, মহানগর আওয়ামীলীগের সদস্য এস এম শামীম আহমেদ, বাবুল হোসেন মন্ডল প্রমুখ। সভায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ৩৫নং ওয়ার্ডের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।