সব

গাজীপুরে বিশ্ব বসতি দিবস পালিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd October 2018at 7:16 am
123 Views

স্টাফ রিপোর্টার ঃ ‘মহানগর এলাকার কঠিন বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১ অক্টোবর সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকাররী সংস্থা ব্রাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় আরোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডঃ খ.ম. কবিরুল ইসলাম।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ শাহাদত খন্দকার, কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ ইব্রাহিম খলিল, সহকারী প্রকৌশলী (পানি) মোঃ নজরুল ইসলাম, ব্রাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড অপারেশন ম্যানেজার রেজবীনা পারভীন লাবনী, ব্রাক সদর সার্ভিস সেন্টার ম্যানেজার (ভারপ্রাপ্ত) ও ফিল্ড কো-অডিনেটর মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ কবিরুল বলেন, বর্তমানে বর্জ্য আপদ নয়, সম্পদ। এই দুষিত বর্জ্যকে। নানা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পদে পরিনত করা যায়। আমাদেও দেশেও এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এর আগে সকালে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবন প্রাঙ্গনে এসে শেষ হয়।


সর্বশেষ খবর