সব

বিরামপুরে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 4th October 2018at 6:55 am
129 Views

রবিউল ইসলাম, বিরামপুর (দিনাজপুর): “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হবে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে ৪-৬ অক্টোবর পর্যন্ত চলবে উন্নয়ন মেলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সাথে একান্ত সাক্ষাতকালে মেলা প্রসঙ্গে তিনি বলেন, মেলা উপলক্ষ্যে তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সরকারি এবং বেসরকারী মিলিয়ে প্রায় ৬০টি প্রতিষ্ঠান উন্নয়ন মেলায় অংশগ্রহণ করবে। সরকারের উন্নয়ন প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, কুইজ, উপস্থিত বক্তৃতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়েছে এবারের উন্নয়ন মেলা। উন্নয়নের অগ্রযাত্রার এ মেলায় সকলকে অংশগ্রহণের আহবান জানান তিনি।


সর্বশেষ খবর