নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর মধ্যে এমওএ স্বাক্ষরিত
নিজস্ব প্রতিনিধিঃ ৩ অক্টোবর, ২০১৮ তারিখ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
নর্দান ইউনিভার্সিটি’র বোর্ডরুমে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনইউবি’র এর পক্ষে বিশ^বিদ্যালয় ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোশাররফ হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর, আইন অনুষদের ডিন প্রফেসর আবু জায়িদ মুহাম্মাদ, ডিরেক্টর, আইটি সা’দ আল জাবির আব্দুল্লাহ, জেনারেল এডুকেশন বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবির রিমন ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর পক্ষে বিশ^বিদ্যালয়টির উপাচার্য প্রফেসর দা’তো শ্রি টিএস ড. দেইং নাসির ইব্রাহিম, প্রফেসর ড. কামাল জাম্লি, ডিন, কম্পিউটার সিস্টেম এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, জনাব আরাফাত উর রহমান, সিনিয়র লেকচারার, কম্পিউটার সিস্টেম এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, সিনিয়র এসিসটেন্ট রেজিস্ট্রার আজরিজুলাজমি বিন বুস্তানসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় বিশ^বিদ্যালয়ের উপাচার্যদ্বয় স্ব স্ব বিশ^বিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠান শিক্ষা, গবেষণা, শিক্ষক ও ছাত্রদের মানোন্নয়নসহ শিক্ষা বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে যৌথভাবে কাজ করবে। উল্লেখ্য, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং মালয়েশিয়ার বৃহৎ পাবলিক বিশ^বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম যেটি মালয়েশিয়া উপদ্বীপের সর্ববৃহৎ রাজ্য পাহাং-এ অবস্থিত।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের পর ‘গ্লোবালাইজিং মালয়েশিয়ান ইউনিভার্সিটিজ : এ কেস স্টাডি অব ইউএমপি’ শিরোনামে সেমিনার অনুর্ষ্ঠিত হয়। ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর উপাচার্য প্রফেসর দা’তো শ্রি টিএস ড. দেইং নাসির ইব্রাহিম এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।