সব

জগৎ বড় অদ্ভুদ!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th October 2018at 9:06 pm
FILED AS: মতামত
202 Views

এম. রিয়াদঃ কেউ ঘর ভাঙ্গে আবার কেউ সেই ঘর জোড়া লাগায় এটাই জগতের নিয়ম। জগৎ বড় অদ্ভুদ! কেউ মদ বিক্রি করে দুধ পান করে, আবার কেউ দুধ বিক্রি করে মদ পান করে।ভাবনা এবং চিন্তার মাঝে বিশাল ব্যবধান। কেউ স্বর্নের থালায় খাবার খায়, কেউবা আবার ডাস্টবিনের নোংরা খাবারকে উত্তম খাবার হিসাবে গ্রহন করে।
কতনা বিচিত্র কতনা ভিন্নতা মানুষের মাঝে।

কেউ তীর্থের কাক হয়ে প্রতিক্ষায় থাকে স্বাধীনতার জন্য, কেউবা স্বাধীনতা পেয়েও তার মর্ম উপলদ্ধি করতে পারে না। এ যেন দাঁত থাকিতে দাঁতের মর্যাদা না দেয়ার সামিল। বড়ই অদ্ভুদ মানুষ, বড়ই অদ্ভুদ তার ব্যবহার, বড়ই অদ্ভুদ জাতি।

জাতিতে আবার বিভক্তির ছাপ, এ যেন কারকের ৭ টি বিভক্তি। বড়ই কঠিন বুঝে ওঠা জাতিকে। একই গোত্র কিন্তু চিন্তা ধারায় ভিন্নতা। একেই বলে জাতিতে নয় বরং মানুষীকতায় জাতির পরিচয়। যে জাতি একটা ক্ষুদ্র জীবকে হত্যা করতে দ্বিধাবোধ করে, আজ সেই জাতি তার পদতলে মনুষ্যকুলকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আবার সেই একই জাতি মানুষ্যকুলকে পায়ে পিসে নয় বরং বুকে টেনে এনে আশ্রয় দেয়। বরই অদ্ভুদ মানুষ বরই বিচিত্র।

ছ- কড়া ন – কড়ার মত জীবন তাদের, যারা তাদের বেচে থাকার অধিকারটুকু চায় রাষ্টীয় সম্মান নয়। জননেতারুপী আজ তুলসী বনের বাঘ হয়ে প্রজাদের উপর রক্তগঙ্গার খরাস্রোতের সৃষ্টি করছে, ধামাধরা নেতারা দেখে ও না দেখার ভান ধরে আছে। এ যেন চোখ থাকিতে অন্ধের মত অবস্থা। আজ রাঘব বোয়ালরুপি ধর্মপুত্র যুধিষ্টির হয়ে কি লাভ বল, যেখানে জীব হত্য মহাপাপ আজ সেখানে আশরাফুল মাখলুকাতকে হত্যা করতে তোমাদের হাত প্রকম্পিত হচ্ছে না। আজ কেন বিশ্ব নেতারা আক্কেলগুড়ুম হয়ে বসে আছে, আজ আমাদের হৃিদয়ে আতে ঘা লাগা অবস্থা।

সম্পাদনায়
এম. রিয়াদ
লেখক-গবেষক ও শিক্ষাক শহিদ মডেল স্কুল এন্ড কলেজ


সর্বশেষ খবর