উপমা নীলপদ্ম
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th October 2018at 9:21 pm
FILED AS: কবিতা ও সাহিত্য
142 Views
আকাশ পথে তারার খেলা
সারাক্ষণে দেখি
মনের ঘুড়ি উড়ে চলে
তাহার ছবি আঁকি ।
পাথর ভেজা মন আমার
এই পাগল ধারায়
সবুজ সকাল পুষ্প কলি
স্বপ্ন রঙিন ছোঁয়ায় ।
দিনের শেষে রাত্রিবেলা
আমার মনটা ভাবায়
আলো-ছায়ায় সারাক্ষণে
চাই শুধু তোমায় ।
আমি আমার চাই তোমায়
তুমিই প্রিয়তমা
সাগর জলে নূপুর পায়ে
তুমিই যে উপমা ।