সব

শেষ ম্যাচেও বাংলাদেশের হার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 7th October 2018at 10:59 am
FILED AS: খেলা
119 Views

স্পোর্টস ডেস্কঃ শেষ টি-২০ ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে সিরিজের চতুর্থ ও শেষ টি-২০’তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

তাই চার ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

আজ (০৬ অক্টোবর) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে সফরকারী দলটি ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।

রুমানা আহমেদ সর্বোচ্চ ৩১ বলে ২৪ রান করেন। তিনি ছাড়া দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পেরেছেন কেবল ফাহিমা খাতুন (১৪)।

ছোট লক্ষ্য তাই জয়ের লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানের। জাভেরিয়া ৩৬ ও মুনিবা অপরাজিত ১৮ রান করে দলকে জয়ের লক্ষ্যে পোঁছে দেন।

আগামী সোমবার (০৮ অক্টোবর) একই ভেন্যুতে হবে একমাত্র ওয়ানডে।


সর্বশেষ খবর