সব

ডিসেম্বরে নির্বাচন আমরা বলিনি: সিইসি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 7th October 2018at 11:02 am
105 Views

স্টাফ রিপোর্টারঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে এটা এখনো ঠিক হয়নি।

নির্বাচন ডিসেম্বরে হবে এটা আমরা বলিনি। যারা বলেছেন সেটা তাদের কথা। উনারা উনাদের হিসেব মতো বলেছেন।

আজ শনিবার বিকেলে সুনামগঞ্জে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, যারা ইভিএম নিয়ে বিরোধিতা করছে, তাদেরকে ইভিএমের ব্যবহার দেখতে বলছি। তাহলে তারা আর ইভিএম নিয়ে বিরোধিতা করবে না।

এক প্রশ্নের জবাবে নির্বাচনে ইভিএমের ব্যবহার করতে হলে আরপিও সংশোধন করতে হবে জানিয়ে সিইসি বলেন, সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ৬৪ জেলায় ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।

সীমিত আকারে ব্যবহার হবে। ইভিএমের ব্যবহার সম্পর্কে মানুষকে জানানে ৬৪ জেলায় উন্নয়ন মেলায় সেটি প্রদর্শন করা হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান সিইসি কে এম নুরুল হুদা।

প্রধান নির্বাচন কমিশনার শনিবার বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় আসেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ খবর