নড়াইলের পুলিশ সুপারের হাত থেকে রেহাই পেলনা এস,আই মানিক ॥ ১১০পিস ইয়াবাসহ গ্রেফতার!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার নাকশি-মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১০পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৫) গ্রেফতার করেছে।
অভিযানকালে সদর থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম ও এস আই ফাহিম উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তা মানিক বাগেরহাটে কর্মরত আছেন।তিনি (মানিক) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী।
এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।মামলা নং-১১, তারিখ ৬.১০.২০১৮। এ প্রসঙ্গে জানতে চাইলে নড়াইলের পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম, আমার বাংলা২৪কে জানান, অভিযুক্ত মানিক দীর্ঘদিন ধরে কক্সবাজার,চট্রগ্রাম থেকে ইয়াবা এনে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আমাদের আমার বাংলা২৪কে বলেন,পুলিশ সুপার স্যারের নির্দেশে নাকশী-মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করতে সক্ষম হই।