বিরামপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): “টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ্যসম্মত” -এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে পালিত হলো জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগীতায় শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, শিক্ষা কর্মকর্তা নুর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সম্পা আক্তার, সমবায় কর্মকর্তা নাছিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন প্রমূখ। কর্মসূচিতে শিক্ষার্থীদের স্যানিটেশন বিষয়ে সচেতনতা, হাত ধোয়া ও সিদ্ধ ডিম খাওয়ানো হয়।