সব

দেশের যদি উন্নতি চাই শেখ হাসিনার বিকল্প নাই : গাজীপুরে চুমকি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 7th October 2018at 3:07 pm
152 Views

মুহাম্মদ আতিকুর রহমান ঃ দেশে এখন একটি বিষয় একটি স্লোগান। দেশের যদি উন্নতি চাই শেখ হাসিনার বিকল্প নাই। দেশের যদি উন্নতি চাই নৌকার কোনো বিকল্প নাই। নারী-পুরুষের সমতা শেখ হাসিনার বারতা। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য চাষে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে রয়েছে। সবজি চাষে দেশ এখন প্রথম স্থানে। আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নতিশীল দেশে পরিণত হবে।

৬ অক্টোবর শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন খান কনক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির প্রমুখ।

সকালে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও দলীয় নেতৃবৃন্দদের নিয়ে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে সরকারের উন্নয়নের শোভাযাত্রা নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার এসে স্টল পরিদর্শন করেছেন।

প্রতিমন্ত্রী বক্তৃতা দেওয়ার আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের তিনি পুরস্কার প্রদান করেন।


সর্বশেষ খবর