চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষণা
রাশেদ চাপাইনবাবগঞ্জঃ গত বৃহস্পতিবার হতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আয়োজন করা হয়েছে জাতীয় উন্নয়ন মেলার।
উন্নয়নের অভিযাএায় অদম্য বাংলাদেশ এই স্লোগানে মেলাটি বর্তমান হ্মমতাসিন দল বাংলাদেশ আওয়ামিলীগ এর বিগত ০৪ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবতা গুলো জনসম্মূখে তুলে ধরার লহ্মে সারা দেশে এক যোগে এই মেলার আয়োজন করা হয়।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই জাতীয় উন্নয়ন মেলার শুভ সূচনা করেন । মেলার সভাপতি, জনাব চৌধুরী রওশন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা: প্রশাসন শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ০৩ দিন ব্যাপি এই জাতীয় উন্নয়ন মেলার শেষ দিন তথা (৩য় দিনে) আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাঃ গোলাম রাব্বানী, মাননীয় সংসদ সদস্য-৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১।
শিবগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সর্বমোট ৫৭ টি ষ্টলের মাধ্যমে উক্ত মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেয় উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রশাসন, উপজেলা মৎস অধিদপ্তর সহ আরও অনেক স্থায়ী প্রতিষ্ঠান সমূহ। অনুষ্ঠানে অতিথীরা সকলেই বর্তমান সরকারের সফলতার কথা আনন্দচিত্তে স্বরণ করিয়ে দিয়ে বলেন, আগামী আসন্ন জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা, জননেএী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে যয়যূক্ত করে দেশ কে এগিয়ে নেবার আহ্বান জানান।
তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানের প্রধান অতিথী জনাব মোহাঃ গোলাম রাব্বাণী, এমপি মাননীয় সংসদ সদস্য-৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১, তিনি বলেন নৌকা প্রতিক কে ভোট দিয়ে যয়যুক্ত করে আমাকে আবারো আরেকবার শিবগঞ্জ বাসীর দুঃখ লাঘবের সুযোগ করে দিবেন।
কোন প্রকার অপ্রিতিকর দূর্ঘটনা ছারাই শনিবার মেলার সভাপতি, জনাব চৌধুরী রওশন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ উক্ত জাতীয় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক সমাপ্তি টানেন।