সব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশি, জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 7th October 2018at 2:53 pm
142 Views

ফাহিম চাঁপাইনবাবগঞ্জঃ আগামী আসন্ন ২০১৯ সালের জাতীয় সংসদীয় নির্বাচনে, উপজেলা-শিবগঞ্জ-৪৩, জেলা- চাঁপাইনবাবগঞ্জ-০১, আসনের এমপি পদে মনোনয়ন আশাবাদী ন্যায় নিষ্ঠা পরায়ন, জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,চাঁপাইনবাবগঞ্জ জেলা।

গত শুক্রবার ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ও তার সহযোগী বৃন্দদের সাথে নিয়ে, বর্তমান বাংলাদেশ এর অন্নতম হ্মমতাশিন দল আওয়ামীলীগ এর প্রতিক নৌকা মার্কার নাবিক হিসেবে শিবগঞ্জ-৪৩, (উপজেলা) চাঁপাইনবাবগঞ্জ-০১, জেলার মনোনয়ন প্রত্যাশায়  গণসংযোগ ও বিভিন্ন শ্রেনী পেশার গণমানুষদের সাথে মত বিনীময় সভার আয়োজন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিরাহিমপুর মর্দ্দনা, আয়ুব বাজারে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে যাবার পথে বিভিন্ন গণসংযোগের অন্নতম বিরাহিমপুর, হাওয়ার মোড়, রাণীহাটি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় জনসংযোগ কালে জনাব, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন বর্তমান সরকারের প্রতিশ্রুতি মোতাবেক বাংলাদেশ বিশ্ববাসির কাছে পরিচিত, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা কে, অন্নতম আধুনিক মডেল উপজেলায় পরিনত করা খুব একটা দুঃষকর নয়।

এলাকা বাসীর কাছে তার অভিব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ উপজেলার, নৌকা প্রতিকের নাবিক হিসেবে তাকে মনোনয়ন পেয়ে গণমানুষের সেবার লহ্মে আগামী আসন্ন ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে বিপুল ভোটে জয়ুক্ত করে শিবগঞ্জ উপজেলা কে একটি আধুনিক মডেল উপজেলায় উন্নিত করার সুযোগ দেয়া হয়।

মত বিনীময় সভায় উপস্থিত হয়ে শিবগঞ্জ উপজেলার এমপি পদে মনোনয়ন প্রত্যাশি জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এলাকাবাসিদের হাতে তুলে দেন তার নিজ্বস্ব্য ব্যাক্তি সৌজন্যে লিফলেট, অবগত করেন যে, বর্তমান সরকার এর উন্নয়নের ধরাগুলোর অন্নতম হলো………….

* একটি বাড়ি একটি খামার

* নারীর হ্মমতায়ন

* শিহ্মা সহায়তা

* পরিবেশ সুরহ্মা

* ঘরে ঘরে বিদ্যুৎ

* স্বপ্নের পদ্মা সেতু

* কমিউনিটি ক্লিনিক

* ডিজিটাল বাংলাদেশ

* বিনিয়োগ বিকাশ

* সামাজিক নিরাপওা কর্মসূচি

* বঙ্গবন্ধু স্যাটেলাইট

* সমুদ্র জয়

সুতরাং আগামী আসন্ন ২০১৯ সালের জাতীয় নির্বাচনে, আবারো বাংলাদেশ সরকারের নির্বাচিত মাননীয় প্রধান মন্ত্রি জননেএী শেখ হাসিনার দল তথা বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রতীক নৌকা মার্কায় মূল্যবান ভোট দিয়ে জয় যূক্ত করে, গণমানুষের দুঃখ লাঘবের সুযোগ দিবেন। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা কে একটি আধুনিক প্রগতিশীল থানায় রুপান্তরিত করতে নৌকা মার্কার বাহক জননেএী শেখ হাসিনার পহ্মে জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল কে নৌকা প্রতিকের নাবিক হিসেবে এমপি পদে মনোনয়ন পেয়ে গনমানুষের সেবার সুযোগ করে দিতে সকলের কাছে সহযোগীতার আশাবাদ ব্যাক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মোঃ রেজাউল করিম, নেতা বাংলাদেশ আওয়ামীলীগ। সেক্রেটারীর দায়িত্ব পালন করেন, মোঃ গোলাপ, নেতা বাংলাদেশ আওয়ামীলীগ।

সভায় উপস্থিত জনগনের মধ্যে, অএ অনুষ্ঠানের সভাপতি, সেক্রেটারী সহ জনাব, ডাঃ শাহ আলমঙ্গীর (বিপ্লব) এর সাথে কথা বলে জানা যায় যে, জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল একজন ন্যায় নিষ্ঠাবান ও সৎ চরিএের আধিকারি একজন অন্নায় আপোষহীন সংগ্রামী সৈনিক। তাছাড়া ও তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ, জেলার যুগ্ন সাধারণ সম্পাদক এর দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে আসছেন। এজন্যেই অএ অনুষ্ঠানের সভাপতি, সেক্রেটারী সহ ডাঃ বিপ্লব ও শিবগঞ্জবাসীদের গনমানুষের দাবী আসন্ন আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে যেন সরকার সংশ্লিষ্ট সকলেই অনাপওি করতয় ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ভাইকে এমপি পদে মনোনয়ন দিয়ে, আমাদের এলাকার রাস্তা ঘাট সহ সকল দাবী দাওয়া পূরণের সুযোগ করে দেন।

তিনি আরও বলেন ডাঃ শিমুল ভাই মনোনয়ন পেলে, এলাকা বাসীদের সাথে নিয়ে আমরা সকলে ডাঃ শিমুল ভাই কে নৌকা প্রতীকে মুল্যবান ভোট প্রদানের মাধ্যমে, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশা-আল্লাহ্। এই আষাবাদ ব্যাক্ত করে সন্ধা লগ্নে মত বিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন অএ অনুষ্ঠানের সভাপতি, জনাব রেজাউল করিম, নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ।


সর্বশেষ খবর