সব

হিলিতে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 8th October 2018at 5:53 am
111 Views

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

রবিবার বেলা ১২ টার সময় হিলি-ঘোড়াঘাট সড়ক থেকে সিংড়াপাড়া গ্রামের শেষ পর্যন্ত এই পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় হাকিমপুর পৌর মেয়র এনএএম জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক প্রতাব, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলার কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর, নব নির্মিত মসজিদ ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শিবলী সাদিক।


সর্বশেষ খবর