শ্রেষ্ঠ ইউএনও চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী অফিসার জনাব আলমগীর হোসেন
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক জনাব মোঃ এ জেড এম নুরুল হক।
শনিবার ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক । ফুলের সুভেচ্ছা প্রদানের সাথে সাথে তার কাজের দক্ষতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।
৪র্থ উন্নয়ন মেলার অনুষ্ঠানের সমাপনী দিনে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাবা ড. চিত্রলেখা নাজনিন, সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মোখলেসুর রহমান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেনি পেশার জনগনের উপস্থিতিতে বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে অবহিত করন শেষে, বিভিন্ন শিল্পী দের গান পরিবেশনের মাধ্যমে ৪র্থ উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষণা করা। হয়।