ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় জয়ী বলসোনারোৎ
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় জয়ী হয়েছেন চরম-ডানপন্থী প্রার্থী জেইর বলসোনারো।
আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাডাডের মুখোমুখি হবেন বলসোনারো।
বলসোনারো নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। তাই দ্বিতীয় দফায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে। রোববার অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে বলসোনারো ৪৬ শতাংশ ও হাডাড ২৯ শতাংশ ভোট পান।
এক নির্বাচনী জরিপে দেখা গেছে, দ্বিতীয় দফার নির্বাচনে উভয় প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
ক্ষমতায় গেলে পারিবারিক মূল্যবোধ রক্ষায় কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্মপ্রচারক খ্রিস্টানদের ভোট পেয়েছেন ক্যাথলিক বলসোনারো। নির্বাচনী প্রচারণা বলসোনারো বাইবেলের বাণী উদ্ধৃতি করেছেন। এক সমাবেশে তিনি বলেন, তারপর আপনি সত্য জানবেন এবং সত্যই আপনাকে মুক্ত করবে।
এদিকে অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন এমন বক্তব্যের কারণেও বহু মানুষের সমর্থন পেয়েছেন বলসোনারো। ব্রাজিলে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় অধিকাংশ মানুষই নিজের দেশেই নিজেদের বন্দি মনে করেন।
অন্যদিকে দুর্নীতির দায়ে নির্বাচনে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা সাও পাওলোর সাবেক মেয়র হাডাডকে সমর্থন দিয়েছেন।
উল্লেখ্য, বিভিন্ন সময় বর্ণবাদী, সমকামীবিরোধী ও নারীবিদ্বেষী মন্তব্য করে সমালোচিত হয়েছেন বলসোনারো। গত মাসেই এক নির্বাচনী প্রচারণার সময় তার ওপর ছুরি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পরে তাকে বেশ কিছুদিন হাসপাতালেও কাটাতে হয়েছে।