রেদোয়ান আহম্মেদ হৃদয় নামের ৮ বছরের শিশুর লাশ উদ্ধার
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা সদর পৌরসভার হরিপুর মিয়াপাড়ার নিজ বাড়ি থেকে ২০ গজ দুরেই রেদোয়ান আহম্মেদ হৃদয় নামের ৮ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে চাঁপাই নবাবগঞ্জ সদর থানা পুলিশ ।
রেদোয়ান আহম্মেদ
হৃদয় হরিপুর মিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে।
রবিবার রাত ২টার দিকে শিশুটির নিজস্ব বাড়ির ২০ গজ দূর থেকে লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃজিয়াউর রহমান জানান রোববার বিকেল থেকে
রেদোয়ান আহম্মেদ হৃদয় নিখোঁজ ছিল । মৃত শিশুর পরিবারের লোকজন খোজা খুঁজি করেও না পেলে রাত ১১ টার দিকে রেদোয়ান আহম্মেদ হৃদয়ের পিতা সদর থানায় একটি সাধারণ ডাইরি করেন। এরপর রাত ২টার দিকে স্থানীয়রা রেদোয়ান আহম্মেদ হৃদয়ের বাড়ির ২০ গজ দুরে লাশ পড়ে থাকার খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পরে লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর থানার
ওসি জানান নিহত রেদোয়ান আহম্মেদ হৃদয়ের গালে ও গলায় আঘাতের চিহ রয়েছে। পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হৃদয়ের সৎ মা সহ পরিবারের ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ।