৯০০ গ্রাম হিরোইন ও ৪ বোতল ভারতীয় জেডি ব্র্যান্ড মদ উদ্ধার
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 9th October 2018at 8:30 am
FILED AS: জেলা সংবাদ
131 Views
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডিএমসিমাঠ এলাকা থেকে ৯০০ গ্রাম হিরোইন ও ৪ বোতল ভারতীয় জেডি ব্র্যান্ড মদ উদ্ধার করেছে চাঁপাই নবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ান।
চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত বর্তী ৫৩’বিজিবি ব্যাটালিয়নের পোলা ডাংগা সীমান্ত চৌকি সদস্যরা অভিযান চালিয়ে এই সব মাদক উদ্ধার করে।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল জনাব মোঃসাজ্জাদ সরোয়ার সকল তথ্যার সত্যাতা স্বীকার করে বলেন দেশের চলমান মাদক বিরোধি অভিযানে উদ্ধার কৃত মাদক দ্রব্যার মূল্যা প্রায় ১৮ লক্ষ্যা টাকা হবে, এবং উদ্ধার কৃত এই সব মাদক জাত দ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।