১০ টাকায় জিম্মি আশকোনা,দক্ষিনখান সহ আশেপাশের এলাকার জনগন
মোঃশাহজালাল (জুয়েল)ঃ মাত্র ১০ টাকার জন্য জ্যাম-জটে প্রতিদিনি জিম্মি থাকতে হয় এয়ারপোর্ট রেলগেট থেকে হাজীক্যাম্প হয়ে আশিয়ান সিটি,আশকোনা,দক্ষিনখান,কাচকুরা,দুবাদিয়া,প্রেমঅবাগান, সিটি কমপ্লেক্স এলাকার সাধারন জনগনকে। প্রতিদিন সকাল থেকে বিকেলে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ প্রতি রিক্সা,অটো রিক্সা,অটো বাইক থেকে ১০ টাকা করে চাদা নিয়ে থাকে,এই কারনে ট্রাফিক পুলিশ ও অটো বাইক চালকদের সম্পর্ক থাকে শালা-দুলাভাই !তাই চালকেরা যে অপরাধই করুক আর যেখানেই পারকিং করুক না কেন তাতে তার(ট্রাফিক পুলিশ) কোনো মাথাব্যাথা নেই। ট্রাফিক পুলিশের ১০(দশ) টাকা পেলেই হলো ,এতে করে দেখা যায় রিক্সা,অটো রিক্সা,অটো বাইকের চালকেরা প্যাসেঞ্জার না পাওয়া পর্যন্ত রাস্তায় দাড়িয়ে থাকে ! ফলে রাস্তায় সৃষ্টি প্রচন্ড জ্যাম-জট। সাধারন জনগনের অভিযোগ সকালের দিকে আমরা সবাই যার যার কাজে তরিগরি হয়ে বাসা থেকে বেড়িয়ে পরি,কেউ নিজ অফিস,কেউবা চাকরী কেউ আবার কারো কারো বাচ্চাদের স্কুলে দিতে হাতে অনুমানিক একটা সময় নিয়ে বের হই । কিন্তু এয়ারপোর্ট রেল গেইটে আসলে তাদের কমপক্ষে ৩০-৪০ (ত্রিশ থেকে চল্লিশ) মিনিট জ্যামে আটকিয়ে থাকতে হয় । ট্রাফিক পুলিশ কে চাদা দেওয়ায় আইনের তোয়াক্কা না করে রিক্সা,অটো রিক্সা,অটো বাইকে প্যাসেঞ্জার নামিয়ে সকল চালকেরা রাস্তার মধ্যেই দাড়িয়ে থাকে। সাধারন জনগণের একটাই চাওয়া এখানে ট্রাফিক পুলিশ না দিয়ে অন্তত সকাল ও বিকালে একজন ট্রাফিক সার্জন দেওয়া হয়।