সব

নড়াইলে আইনশৃঙ্খলা উন্নয়ন ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th October 2018at 7:41 am
97 Views

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ দিদার আহম্মেদ, বিপিএম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ প্রমুখ।

অনুষ্ঠানে নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম বলেন, এলাকার আইশৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা দরকার। তাহলেই আমরা ভালো থাকতে পারবো। এসময় তিনি নড়াইল জেলায় মাদক ব্যবসায়ে জড়িতদের ধরিয়ে দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। অপরদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখার সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল কেন্দ্রীয় টাউন কালীবাড়ির সভাপতি বিজন কুমার সাহা, সমাজসেবক শৈলেন্দ্রনাথ সাহা প্রমুখ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পূজা চলাকালীন দিনগুলোতে মানুষের নিরাপত্তা বিধানের লক্ষে সাদা পোশাকের পুলিশও নিয়োজিত থাকবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর