সব

গাজীপুরের টঙ্গীর ছায়াকুঞ্জ’র মালিক ও ব্যবস্থাপনা পরিচালক কারাগারে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th October 2018at 7:47 am
152 Views

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ গাজীপুরের টঙ্গীর ছায়াকুঞ্জ হাউজিংয়ের মালিক ও ব্যবস্থাপনা পরিচালককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সরকারি খাস জমি দখল ও জলাশয় ভরাটের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় ৯ অক্টোবর মঙ্গলবার আদালতে হাজির হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুস সালাম জানান, টঙ্গীর সাতাইশ এলাকায় এমএ ওয়াহাব রিয়েল এস্টেট লিমিটেডের ছায়াকুঞ্জ ৫ ও ৬ প্রকল্পের অধীনে শত শত বিঘা সরকারি খাস জমি দখল এবং জলাশয় ভরাটের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলাম কামু ও ব্যবস্থাপনা পরিচালক শহিদ রেজার বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা করে পরিবেশ অধিদপ্তর।

আদালত সমন জারি করলে জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালত-১ এ হাজির হয়ে জামিন চায় অভিযুক্তরা। পরিবেশ অধিদপ্তরের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ওই আদালতের বিচারক ইলিয়াস রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আসামিরা ইতোমেধ্যে ছায়াকুঞ্জ আবাসিক প্রকল্পের নামে পাঁচ’শ বিঘারও বেশি সরকারি খাস জমি ও জলাশয় ভরাট করেছে। জলাশয় ভরাটের আগে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন বা রাজউক থেকে কোনো অনুমোদন নেয়নি। প্রভাব খাটিয়ে তারা এসব কাজ করে আসছিল। দখল করা এসব জমির জাল-কাগজপত্র তৈরি করে বিক্রি করে ওই দুইজন শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।


সর্বশেষ খবর