গাজীপুরে এক বখাটের ৩ মাসের কারাদন্ড
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th October 2018at 8:22 am
FILED AS: জেলা সংবাদ
134 Views
স্টাফ রিপোর্টার ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোহিনুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে উত্ত্যক্ত করার অভিযোগে মোঃ মোবারক হোসেন (২২) নামের এক ট্রলি চালককে ৮ অক্টোবর সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
সে কাপাসিয়া গ্রামের মহসিনের পুত্র।
৯ অক্টোবর মঙ্গলবার তাকে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তরগাঁও ঋষি বাড়ি মোর নামক স্থানে এলে বখাটে মোবারক হোসেন ওই ছাত্রীর পথরোধ করে অশালীন আচরন করে। ছাত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে উত্ত্যক্ত কারীকে ধরে ফেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম পুলিশ পাঠিয়ে তার অফিসে নিয়ে আসে এবং মোবাইলকোর্টে বখাটের স্বীকারোক্তি অনুযায়ি ৩ মাসের কারাদন্ড প্রদান করে।