সব

সতীত্ব!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th October 2018at 2:04 pm
FILED AS: মতামত
420 Views

মোঃ সোহেলঃ সতীত্ব নারীর মহা মূল্যবান সম্পদ৷ সতীত্বকে পুজি করে একজন নারী পরিবারে, সমাজে তথা দুনিয়ায় সম্মানের সাথে সুন্দরভাবে জীবনযাপন করে যেতে পারে৷ দুনিয়ায় সতীত্বের মূল্যায়ন সে আদিকাল হতে চলে আসছে৷ আদি যুগে রচিত কাহিনী গুলোতে সতীত্ব মূল্যায়নের অনেক প্রমান মেলে৷

বর্তমানেও নারী সতীত্বের অনেক মূল্য৷ সম্প্রতি যুক্তরাজ্যের ১৯ বছরের এক যুবতী নিজের সতীত্ব বিক্রির জন্য দাম নির্ধারণ করেছে এক মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি টাকা৷

যুবতি নিশ্চয় আকাশ পাতাল দাম নির্ধারণ করেনি৷ সতীত্বের প্রকৃত মূল্যের চেয়ে কমই নির্ধারণ করেছে৷ প্রশ্ন আসতে পারে তাহলে যে নারী বিয়ে পরবর্তী স্বামীর কাছে নিজের সতীত্ব সপে দেয় সে কি এতো মূল্য পায়? উত্তরে আমি বলব হ্যাঁ তার চেয়েও বেশি মূল্য পায়৷ বিয়ে পরবর্তী নারী তার সতীত্বের বিনিময়ে পান একজন জীবনসঙ্গী৷ সুখে দুঃখে যে তাকে আঁকড়ে রাখবে, পান একটা সংসার, সন্তান সন্ততি, পান জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ৷

সতীত্বের পার্থিব মূল্যায়ন বাদ দিয়ে যদি ধর্মীয় দিক থেকে দেখি সেখানেও সতীত্বের অনেক মূল্যায়ন৷ বেশ কয়েকটা বড়ো ধর্মে সতী পূজো করে৷ ইসলাম ধর্মেও সতী নারীকে অনেক সম্মান করা হয়েছে৷ পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন,

” আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান-তনয়া মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বানী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীনীদের একজন। ” সুরা আত তাহরীম, আয়াত ১২৷

নারী তুমি নিজের সতীত্ব এতো সস্তা ভেবে বিলিয়ে দিও না৷ সতী থাকায় যে যুবতী আজ তার সতীত্ব দশ কোটি টাকায় বিক্রি করতে পারছে একদিন সেই যুবতীই সতীত্ব হারিয়ে দশ হাজার টাকায় তা বিক্রি করতে পারবে না৷ সতীত্ব সেখানেই সপো যেখানে তা মহামূল্যবান হয়েই থাকবে,,,,,

মোঃ সোহেল
লেখক ও গবেষক


সর্বশেষ খবর