২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ফরহাদ ফাহিমঃ প্রতিদিন রাত শেষে ভোর হয় প্রতিটি মানুষের কিছু না কিছু চিন্তা চেতনা নিয়ে, কিন্তুু আজ বুধবার ভোরের আলো দেখতে না দেখতেই, সারা দেশের মানুষ, বিশেষ করে বর্তমান 🇧🇩 বাংলাদেশের হ্মমতাশিন দল,তথা 🇧🇩 বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, গুলোর নেতা কর্মীগণ সহ সকলের চোখ মিডিয়া গুলোর দিকে এবং সুদুর অপেহ্মায় অপেহ্মমাণ, কখন সেই অনাকাঙ্খিত বর্বরোচিত ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় পরোহ্ম ও প্র্যত্যহ্ম ভাবে জরিত সকল হামলাকারি আসামিদের বিরুদ্ধে সাজার রায় ঘোষণা হবে।
অবশেষ সকল অপেহ্মা ও দুঃশ্চিন্তার অবষান ঘটিয়ে, বাংলাদেশের রাজধানী ঢাকার বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ি আদালতে রায় ঘোষনা করেন বিচারক অএ রায়ে লুৎফুজ্জামান বাবর তার জন্মদিনে মৃত্যু দন্ডের সাজা পান তা ছারাও পিন্টু সহ সর্বমোট ১৯ জনের মৃত্যু দন্ডের রায় হয়।
তারেক রহমান ও হারিছ সহ মোট ১৯ জনের যাবৎজ্জিবন কারাদন্ডের রায় হয়। আরও ১১ আসামির বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন অএ রায়ে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারিও শুনানী হয় রায়ে।
নাদিরুদ্দিন রোড এর আলীয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অস্থায়ি কোর্টে বেলা ১১ঃ৩০ মিনিট এর সময় বিচারকের অএ রায় শুনানি হয়। রায় শুনানির পর পরই চাঁপাইনবাবগঞ্জে শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ, মোটর সাইক্যাল যোগে এই আনন্দ মিছিল এর নেএিও প্রদান করেন, জনাব মোঃ রুহুল আমিন, সভাপতি, 🇧🇩 বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
আনন্দ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান শরকগুলো মহরা দিয়ে সু-স্রিঙ্খল ভাবে জেলা শহরের ৪ নং ওয়ার্ড দ্বারিয়াপুর বাজার সংলগ্নে কর্মি ও সুধি সমাবেশে যোগ দেন, কিছু সময় অতিবাহিত করে আনন্দ মিছিলটি আবারো মহরা করে করে জেলা শহরের নিউমার্কেট এলাকার সেন্টু মার্কেট সংলগ্ন মুজিব চওরে এসে শারি বদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যথাক্রমে ভেন চালক, রিক্সা চালক, অটো চালকদের মুখে মিষ্টি তুলে দেন রায়ের সন্তুুষ্টির আনন্দে।
জনাব রুহুল আমিন আমার বাংলা২৪কে জানান যে, রায়ে তিনি ও তার দল বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ এর সকলে তুষ্ট তবে তিনি সহ সকল নেতা কর্মিগণ তারেক রহমানের ফাঁসির রায় দাবি করেন।