দ্বারিয়াপুর বাংলাদেশ আওয়ামীলীগ ০৪ নং ওয়ার্ড শাখার উদ্দ্যোগে কর্মী এবং সূধী সমাবেশে
রাশেদ রাজঃ বুধবার, বিকেলে দ্বারিয়াপুর হাট প্রাঙ্গনে, বাংলাদেশ আওয়ামীলীগ ০৪ নং ওয়ার্ড শাখার উদ্দ্যোগে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক কর্মী এবং সূধী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল ওদুদ এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-০৩, ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মোঃ আনোয়ারুল ইসলাম, অধহ্ম শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। জনাব, অধ্যাঃ মোঃ শরীফুল আলম, সভাপতি পৌর আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ। উপস্থিত ছিলেন জনাব, এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ। আরও উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান (মটন মিয়া) কাউন্সিউলর ৪নং ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক পৌর-আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে সকল বক্তা ও অতিথিরা গঠন মূলক যোগউপযোগী প্রয়োজনীয় পদহ্মেপ মূলক কথা বার্তা জনসন্মুখে রাখেন।
অতিথিরা ভারাক্রান্ত মনে স্বরণ করিয়ে দেন সেই বর্বর বিএনপি জামাত জোট সরকারের বিভিন্ন এাসী রাজত্ব কায়েম সম্পর্কে। প্রধান অতিথি বিনম্র শ্রদ্ধাভর স্বরণে স্বরণ করিয়ে দেন জাতীর জনক বঙ্গবন্ধুর স্ব-পরিবার সহ প্রাণ নাসের সেই আদি ইতিহাস, এর কথা, মানস কণ্যা জননেএী শেখ হাসিনাকে বারংবার প্রাণে মারার অপচেষ্টার কথা, সর্বশেষ বলেন আজ সারা দেশ সহ চাঁপাইনবাবগঞ্জবাসির আওয়ামীলীগ সরকার এর সময় সকল উন্নয়ণ ঘটেছে, তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচণে আরেকবার আওয়ামীলীগ সরকার গঠনের লহ্মে সকলকে ঐক্যবদ্ব্য হয়ে মাঠে নামতে হবে যেন কোন অপশক্তি সমাজে বিস্রিঙ্খলা, জালাও, পুরাও, ভাংচুর তান্ডব চালাতে না পারে, বিগত ২১শে আগষ্ট ইতিহাসের ঘৃণ্যতম কাজ তথা শেখ হাসিনা ও তার দলের কোন কার্যক্রমে কেউ যেন গ্রেনেড নিহ্মেপ বা বর্বর কোনো হামলার ষরযন্ত্র না করার দুঃশাহস করে। সেই লহ্মে গ্রেনেড হামলায় জরিতদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রাদান করেছে শেখহাসিনার দল বাংলাদেশ আওয়ামীলীগ সরকার।
তাই চাঁপাইনবাবগঞ্জের পর পর দুইবার বিজয়ী মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আঃ ওদুদ বিশ্বাস কে তৃতীয় বারের মত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে বিপুল ভোটে জয়যুক্ত করে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি জননেএী শেখ হাসিনার হাত আরও মজবুত করে সমাজের তথা সকল দেশবাসির জন্যে উন্নয়ণের ধারা অব্যাহত রাখার আহ্বান করেন। অএ কর্মী ও সূধী সমাবেশের সভাপতিত্ব করেন, মোঃ শফিকুল আলম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ।