সব

ব্যবসা-বাণিজ্য-কলকারখানায়  ডিজিটাল রূপান্তর অনিবার্য -মোস্তাফা জব্বার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 11th October 2018at 2:02 pm
151 Views

নিজস্ব প্রতিনিধিঃ ,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা  জব্বার বলেছেন, ব্যবসা-বাণিজ্য-কলকারখানায়  ডিজিটাল রূপান্তর অনিবার্য। ডিজিটাল বাণিজ্যের দ্রুত প্রসারের ফলে শোরুম ভিত্তিক বাণিজ্য অতীতের বিষয় হিসেবে পরিলক্ষিত হবে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ডাক অধিদপ্তরের সদর দপ্তরে  ই-ক্যাবের সহযোগিতায় ৬৪টি জেলা পোস্ট অফিসের ডিজিটাল কমার্স সেবা  ই-পোস্ট  চালু উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  ই-কমার্স নামে কোন কিছু বিকশিত হবে গত তিন বছর আগেও তা ছিল কল্পনার বাইরে। সাধারণ মানুষের  সাথে ই-কমার্সের  সম্পৃক্ত  হওয়ার বিষয়টিও ছিল অচিন্তনীয়। তিনি  ই- কমার্সের বিকাশে ট্রেড বডিসমূহের  অবদান তুলে ধরে বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তার তিন মেয়াদে  ১৫ বছরের শাসনকাল ডিজিটাল শিল্প বিপ্লবের অগ্রযাত্রা জাতির বিস্ময়কর এক অর্জন। প্রযুক্তিতে  ৩২৪ বছর পিছিয়ে থেকেও  বাংলাদেশ পৃথিবীতে  চতুর্থ শিল্প  বিপ্লবের নেতৃত্ব  দিচ্ছে। তিনি দেশের তৃণমূল পর্যন্ত  ডাক  বিভাগের  সুবিস্তৃত অবকাঠামো কাজে লাগাতে  ডাক অধিদপ্তর  আধুনিকায়নের আবশ্যকতার  ব্যাখ্যা করে বলেন, প্রধানমন্ত্রীর  দিক নির্দেশনায় ডাক বিভাগের  দুর্বল জায়গা গুলো অতিক্রম  করার কাজ শুরু হয়েছে। ডাককে  ডিজিটাল ডাকে  রূপান্তর করা সময়ের ব্যাপার মাত্র। তিনি ডাক অধিদপ্তরকে ডিজিটাল ডাকে  রূপান্তর করা জন্য  এর সাথে সম্পৃক্ত জনবলকে উপযোগী  করে তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ।

মন্ত্রী দেশে  ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে গৃহীত কর্মসূচির বর্ণনা দিয়ে বলেন, ২০২১ সালের  মধ্যে এমন কোন বাড়ি থাকবে না যেখানে দ্রুত গতির  ইন্টারনেট পৌঁছুবে না। ২০২১ সালের  মধ্যে  বাংলাদেশ ৫জি যুগে পৃথিবীর  অন্যান্য দেশের সাথে  সমান্তরালে প্রবেশ করবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল এর সভাপতিত্বে  অনুষ্ঠানে  সংসদ সদস্য  নাহিম রাজ্জাক, ডাক ও টেলিযোগাযো বিভাগের সচিব শ্যাম সুন্দর  সিকদার, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবংসেক্রেটারি জেনারেল  আবদুল  ওয়াহেদ তমাল বক্তৃতা করেন।


সর্বশেষ খবর