সব

হরিণাকুন্ডতে স্বামীকে ছেড়ে ড্যানির হাত ধরে নিরুদ্দেশ লাকি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 12th October 2018at 10:06 am
103 Views

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার-ফলসি গ্রাম থেকে লাকি খাতুন নামে এক গৃহবধু অন্যের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন।

স্ত্রীর খোঁজে দিনমজুর স্বামী আল আমিন পথে পথে ঘুরছেন। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে লাকির সাথে ৫ বছর আগে আল আমিনের বিয়ে হয়। বেশ ভালই চলছিলো তাদের সংসার। হঠাৎ আচরণ পরিবর্তন হয়ে যায় স্ত্রী লাকির।

স্বামী বাড়ি না থাকার কারণে পার-ফলসি গ্রামের লোকমানের ছেলে ড্যানির সাথে সম্পর্ক গড়ে তোলে লাকি। ড্যানির আরো দুইটি স্ত্রী আছে।

অবশেষে দরদ্রি স্বামীর জমানো ৪০ হাজার টাকা নিয়ে গত ৮ সেপ্টম্বর ঘরে দুই বউ থাকা ড্যানির হাত ধরে ঢাকায় পাড়ি জমান লাকি। ফলসি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর জহির উদ্দীন খবরের সত্যতা নিশ্চত করেছেন।

হতভাগা স্বামী আল আমিন ঝিনাইদহের একটি আদালতে স্ত্রীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।


সর্বশেষ খবর