গাজীপুরে সরকারি গাছ কাটার অপরাধে একজন গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গাঁওরার এলাকায় ৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে গিয়াসপুর শ্যামপুর সড়কের সাতটি সরকারি গাছ কেটে ফেলায় জাহাঙ্গীর আলম মন্জু নামক এক ব্যক্তিকে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
সে উপজেলার গাঁওরার গ্রামের মৃত আঃ মান্নানের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য রাজু মিয়া জানান, থানার ওসি কর্তনকৃত গাছগুলো আমার জিম্মায় রাখতে বলেছে। সড়কের পাশে দুইটি রেইনটি কড়ই, দুইটি মেহগনি, আকাশি গাছসহ বিভিন্ন প্রজাতির সাতটি গাছ কেটে ফেলার অপরাধে পুলিশ জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে যায়।
থানার এস আই সফিকুল ইসলাম জানান, রাস্তার পাশ থেকে সরকারি গাছ কাটার অপরাধে জাহাঙ্গীর আলম মন্জু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু গাছ কাটার কথা স্বীকার করে বলেন, রাস্তার পাশের জায়গাটি জাহাঙ্গীরদের এবং কিছু গাছ তারাই লাগিয়েছে। তবে সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি প্রয়োজন।