গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে পেটাল ইয়াবা ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার ঃগাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় আফরোজা (৩৮) এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযুক্ত বাবু বেপারী (২৯) উপজেলার তরগাঁও দক্ষিণপাড়া এলাকার আলতাফ হোসেন খোকার ছেলে।
এ ঘটনায় থানায় মামলা করা হলেও আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সরেজমিনে জানা যায়, ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসী মজিবুর বেপারীর স্ত্রী আফরোজা। তাদের ছেলে হৃদয়ের (১৮) প্রতিবেশী চাচা বাবু। তারা এক সাথে চলতেন। ইতিপূর্বে সম্পর্কে ফাটল ধরে।
সম্প্রতি স্থানীয় একটি দৈনিকের অনলাইনে কাপাসিয়া থানার এক এসআইয়ের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সংবাদ প্রকাশিত হয়।
পরে বাবু ওই সংবাদ তার ফেসবুক আইডিতে শেয়ার করে গত ৩ অক্টোবর হৃদয়কে সামনে পেয়ে বলেন, তোর বাপের বিরুদ্ধে নিউজ হয়েছে।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয়কে চড়-থাপড় মারেন বাবু।
পরে গত ৫ অক্টোবর সন্ধ্যায় বাবুর মামার বাড়ির পাশে তাদের দেখা হয়। তখন বাবু হামলার শিকার হন।
এতে ক্ষিপ্ত হয়ে তিনি বাঁশের লাঠি নিয়ে হৃদয়দের বাড়িতে যান। দক্ষিণ ঘরের ভেতরে ঢুকে আফরোজাকে বেধড়ক পেটান।
হাসপাতালে গিয়ে জানা যায়, আফরোজার দুই ঠোঁট, কোমরের দুই পাশ ও দুই হাঁটুসহ শরীরের স্পর্শকাতর স্থানে মারাত্মক জখম হয়েছে। ঠোঁট ও বাম হাঁটুতে বেশ কয়েকটি সেলাই এবং কালচে দাগ দেখে লোকজন অবাক হচ্ছেন।
আফরোজা অভিযোগ করেন, বাবু চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ওই সময় তিনি ফ্লোরে শুয়ে টিভি দেখছিলেন। হঠাৎ করে ঘরে ঢুকে নির্যাতন ও ভাঙচুর করা হয়। লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার।
অপরদিকে বাবুও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কায়সার আহম্মদ বলেন, আসামি পলাতক রয়েছেন। গ্রেফতারের চেষ্টা চলছে।