তুরাগে নিখোজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর তুরাগে নিখোজের এক দিন পর মোঃ মিরাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে এই লাশ উদ্ধার করাহয়। নিহত শিশু মিরাজের বাবার নাম মো. সুমন মিয়া ঢাকার কেরানীগঞ্জের বাসিন্ধা বলে জানসা গেছে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী ও মা বিথী গৃহিনী। শিশুর পিতা সুমন মিয়া তুরাগের রানাভোলা বালুরমাঠ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
প্রতিবেশীরা জানায়, শনিবার সকাল ১১ টার দিকে খেলতে বেড়িয়ে শিশু মিরাজ আর বাসায় ফেরেনি। অনেক খোজা খোজির পর সুমন মিয়া তুরাগ থানায় হারানো বিষয়ে একটি সাধারন ডায়েরী করে এবং এলাকা জুড়ে মাইকিং করেন তারা। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে মিরাজের মা বিথী বেগম খোঁজাখুঁজির পর এক পর্যায় তাদের ভাড়া বাড়ির সামনে মো. ফিরোজ মিয়ার নির্মানাধীন বহুতল ভবনের নিচতলায় সিড়ির নিচে পানি জমানোর রিজার্ভ ট্যাংকিতে শিশু মিরাজকে ভাসতে দেখে চিৎকার করে। এসময় শিশু মিরাজকে সেখান থেকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশে কে খবর দিলে পুলিশ এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢামেকে পাঠায়।
এই বিষয়ে তুরাগ থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে , মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই, নির্মল চন্দ্র দ্বেব ঘটনার সত্যতা শিকার করে দৈনিক জনতাকে বলেন, আপাদত একটি ইউডি মামলা গ্রহন করে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।