সব

প্রধানমন্ত্রীর সফর সঙ্গি ১১ ব্যবসায়ী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 17th October 2018at 12:21 pm
100 Views

আমারবাংলা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) ১১ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সৌদি আরব গেছেন।

মঙ্গলবার এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম-এর নেতৃত্বে প্রতিনিধিদল সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশি ব্যবসায়ীরা কাউন্সিল অব সৌদি চেম্বারের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। একইসঙ্গে এফবিসিসিআই নেতারা রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গেও আলোচনায় করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানাবেন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলে রয়েছেন- সংগঠনটির পরিচালক মাহবুবুল আলম, সালাউদ্দিন আলমগীর, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি নিহাদ কবির, বাংলাদেশ গার্মেন্ট ম্যানফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সেলিমা আহমাদ, বিজিএমইএ’র সহ-সভাপতি (ফাইন্যান্স) মোহাম্মদ নাসির এবং আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুদ্দিন মোনেম।

সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল ১৯ অক্টোবর ঢাকায় ফিরবেন।


সর্বশেষ খবর