সব

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব খাদ্য দিবস-২০১৮ উদযাপিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 18th October 2018at 10:17 pm
146 Views

নিজস্ব প্রতিনিধিঃ আইইউবিএটি—ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, উত্তরা, ঢাকা তে কলেজ অফ এগ্রিকালচারল সাইন্সেস এর আয়োজনে “Our Actions Are Our Future: A #Zero Hunger World by 2030 is Possible” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হলো । এত শতাদিক এলুমনাই, ছাত্রছাত্রীবৃন্দ, কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব । এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী হাসান, ডেপুটি প্রোগ্রাম অফিসার, জাইকা (JICA), ঢাকা এবং কৃষিবিদ তারিক হাসান, সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা ।

অনুষ্ঠানের শুরুতে প্রফেসর সায়াদুর রহমান বিশ্ব খাদ্য দিবসের মূল বক্তব্য পাঠ করেন । তাঁর বক্তৃতায় ২০৩০ সালের মধ্যে বিশ্বে জিরো হাঙ্গার করার লক্ষ্যে বিশ্বে খাদ্য উৎপাদন বাড়ানোর উপর জোর প্রদান করেন ।

প্রফেসর ড মো. শহীদুল্লাহ মিয়া, ডীন, কৃষি অনুষদ; তাঁর বক্তৃতায় বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শিল্প বর্জ্য পরিশোধনের উপর প্রবন্ধ পাঠ করেন ।

কৃষি অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম এ হান্নান তাঁর বক্তৃতায় বৈশিক জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বে খাদ্য উৎপাদনের সমস্যার কথা তলে ধরেন ।

এছাড়াও অনুষ্ঠানে ড. সরফুদ্দিন, এলুমনাই এফেয়ার্স, আইইউবিএটি; তাঁর বক্তৃতায় বলেন যে একটি দেশের খাদ্য নিরাপত্তা অনেকাংশেই সম্ভব ।

টেকনিক্যাশ সেশনের চেয়ার এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ তারিক হাসান, সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । তিনি বলেন যে, কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারন অতিব জরুরী ।

মো. মেহেদী হাসান, জাইকা (JICA), প্রতিনিধী; তাঁর বক্তব্যে বাংলাদেশ সরকারের সাথে জাইকার কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রকল্পের কথা ‍উল্লেখ করেন ।

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব তাঁর সভাপতির বক্তব্যে কম জায়গা থেকে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন । তাছাড়া উক্ত সেমিনারে খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা, কৃষি ব্যবস্যা, উন্নয়ন ও টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে নিম্নবর্ণিত ১০ টি  নিবন্ধ পাঠ করা হয়ঃ

 

ক্রমিক নং প্রবন্ধের নাম

 

টমালো উৎপাদন- প্রফেসর ড. এ এম ফারুক, আইইউবিএটি
কৃষি ব্যবস্যা উন্নয়ন- প্রফেসর ড. মজিবুর রহমান থান, আইইউবিএটি
টেক্সটাইল মিলের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা- প্রফেসর ড. মো. শহীদুল্লাহ মিয়া আইইউবিএটি
নিরাপদ খাদ্য উৎপাদনে উপকারী অনুজীবের ভূমিকা- ড. ফারজানা সুলতানা, আইইউবিএটি
বাংলাদেশের টেকসই কৃষি ব্যবস্থাপনা- প্রফেসর ড. মো. আতাউর রহমান, আইইউবিএটি
জনস্বাস্থ্যের জন্য নিরাপদ দুগ্ঘ উৎপাদন-প্রফেসর ড. মো. সালাহ উদ্দিন, আইইউবিএটি
জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তা- প্রফেসর ড. মো. আনোয়ারুল আবেদিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে ফসল উৎপাদন ও অভিযোজন- প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ডিজিটাল হারবেরিয়াম-বাংলাদেশের একটি ফসল তথ্য ভান্ডার- প্রফেসর ড. মো. আবুল বাসেত, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
১০ টেকসই খাদ্য নিরাপত্তায় খাদ্য-ব্যাংকের ভূমিকা- ড. কাজী মুজাফ্ফর আহমেদ, বাংলাদেশ টি এসোসিয়েশন

বিদ্রঃ ATN Bangla অনুষ্ঠারে মিডিয়া পার্টনার হিসাবে দায়িত্ব পালন করে ।

টেকনিক্যাল সেশনের চেয়ার কৃষিবিদ তাকির হাসান প্রবন্ধসমূহের সারাংশ পেশ করেন । সর্বশেষে অংশ গ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে আইইউবিএটি বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব সনদপত্র বিতরণ করা হয় ।


সর্বশেষ খবর