সব

ঝিনাইদহে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 18th October 2018at 10:23 pm
106 Views

জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নিসৃংহপুর মাঠ থেকে অজ্ঞাত (২২) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গন্ডবিলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে যুবতীর পরিচয় পাওয়া যায়নি। যুবতীর পরনে বোরখা রয়েছে। দেখে মনে হচ্ছে মেয়েটির সম্ভ্রান্ত পরিবারের মেয়ে।

ঝিনাইদহ সদর থানর এসআই ইউনুস আলী জানান, মহারাজপুরের খড়িখালী নিসৃংহপুর গ্রামের গন্ডবিল মাঠে সেচ ক্যানালের মধ্যে অজ্ঞাত যুবতীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। ক্যানালের মধ্যে চটের বস্তা পেড়ে হাত বাধা অবস্থায় লাশটি পড়ে ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা। দুপুরে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুলে ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ময়ন্ত তদন্তকারী কর্মকর্তা ডাঃ নাইাম বলেন, মেয়েটির বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


সর্বশেষ খবর