থ্রোবল এসোসিয়েশনের আমন্ত্রনে মালয়েশিয়া যাচ্ছেন ঝিনাইদহের রেজাউল করিম
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 19th October 2018at 9:18 pm
FILED AS: জেলা সংবাদ
106 Views
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মালয়েশিয়া থ্রোবল এসোসিয়েশনের সভাপতি ড. মোস্তফা কামাল বিন মাওলাদ এর আমস্ত্রনে ৩ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ঝিনাইদহের রেজাউল করিম।
এশিয়ান থ্রোবল সিরিজ চ্যাম্পিয়ানশিপ উপলক্ষে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ায় অবস্থান করবেন তিনি।
কুয়ালালামপুরের মেট্ট্রোপলিট্রন বাতু পার্কে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এতে বাংলাদেশসহ ১৮ টি দেশের থ্রোবল খেলোয়াড়রা অংশ নিবেন।
ঝিনাইদহের কৃতি সন্তান রেজাউল করিম চলতি বছরের ৭ জুন বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য পদ লাভ করেন।
এছাড়াও ঝিনাইদহ জেলার বিভিন্ন ক্রিড়া কর্মকান্ডে অবদান রেখে চলছেন তিনি। তার এই সফরের সফলতা কামনাসহ তাকে অভিনন্দন জানিয়েছে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।