সাতক্ষীরার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রফেসর ড. ইউসুফ আব্দুল্লাহ
নিজস্ব প্রতিনিধিঃ দেবহাটা-কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার প্রায় শতাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
ড. ইউসুফ আব্দুল্লাহ প্রত্যেকটি পূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বসস্তরের জন মানুষের ঢল নামে। এ সময় তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ড. ইউসুফ আব্দুল্লাহ এ সময় নিজস্ব তহবিল থেকে পুজা মন্দির সংস্কার ও উৎসব পালনের জন্য সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন।
ড. ইউসুফ আব্দুল্লাহ মত বিনিময়কালে বলেন, ‘বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গোৎসব। এ উৎসব হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি এনে দেয়। তিনি হিন্দু-মুসলিম সবাইকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এর আহবান জানান।
বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে ড. ইউসুফ আব্দুল্লাহর সাথে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. রবিন্দ্রনাথ সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বষয়ক সম্পাদক এ্যাড. স.ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতি ফোরামের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আলাল হোসেন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবারা বিশ্বাস, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা কেল্টু, এ্যাড: উদয় বসাকসহ স্থানীয় নেতবৃন্দ।