সব

পরিবেশ বিপর্যয় রোধের জন্য কার্যকর উদ্যোগ গ্রহন জরুরী – ড. আইনুন নিশাত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 20th October 2018at 3:22 pm
124 Views

নিজস্ব প্রতিনিধিঃ বিশিষ্ট পানি বিজ্ঞানী ড. আইনুন নিশাত বলেছেন, পরিবেশ বিপর্যয় রোধের জন্য কার্যকর উদ্যোগ গ্রহন না করলে দ¦ীপগুলো মানচিত্র থেকে হারিয়ে যাবে। দেশের দক্ষিনাঞ্চলসহ বিস্তীর্ন এলাকা তলিয়ে যাওয়ার আশংখা রয়েছে।

তিনি বৃহস্পতিবার ঢাকা কসমোপলিটান রোটারী ক্লাবের অভিষেকে একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গর্ভণর এএফএম আলমগীর, ডেপুটি গর্ভণর আবুল খায়ের চৌধুরী, রকিব সরদার, কøাব সভাপতি তোফাজ্জল হোসেন পাটোয়ারী, সেক্রেটারী হোসনে আরা পলি, সাইফুর রহমান, মনিরুল আলম, মুসবাহ্ আলিম, সৈয়দ সাইফুল হক মিন্টু প্রমূখ। উপস্থিত ছিলেন সাবেক গর্ভণর জালাল ইউ আহমেদ, সেলিম রেজা, শামসুল হুদা, ড. ইসতিয়াক জামান, এসএএম শওকত হোসেন, গর্ভণর নমিনি মোঃ রুবাইয়াত হোসেন, এম. এ আলী  ভূইয়া প্রমূখ।

উল্লেখ্য, কসমোপলিটান রোটারী আর্ত মানবতার সেবায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও অনান্য খাতে ব্যপক মানবিক কার্যক্রম পরিচালনা করছে।


সর্বশেষ খবর