সব

ডিজিটালাইজেশনের ফলে আর্থিক প্রতিষ্ঠানসমূহে অভাবনীয় রূপান্তর হয়েছে -মোস্তাফা জব্বার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 20th October 2018at 10:34 pm
151 Views

নিজস্ব প্রতিনিধিঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশ একটি ক্যাশল্যাস সোসাইটির দিকে ধাবিত হচ্ছে। ডিজিটালাইজেশনের ফলে ২০০৯ সালের পর থেকে আর্থিক প্রতিষ্ঠানসমূহে অভাবনীয় রূপান্তর হয়েছে। ডিজিটাল ব্যাংকিং  দেশের সাধারণ মানুষের অতি পরিচিত ও জনপ্রিয় একটি সেবায় রূপান্তরিত হয়েছে।

মন্ত্রী আজ ঢাকায় ডুমনিতে ডাচ বাংলা ব্যাংকের টায়ার ফোর ডাটা সেন্টারের উদ্বোধনকালে এসব কথা বলেন।

জনাব মোস্তাফা জব্বার, দেশে ডিজিটাল  সেবা সম্প্রসারণের ফলে ডিজিটাল অপরাধও বাড়ছে। আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা  অধিকতর নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাইরের প্রযুক্তি বা সফটওয়ার ব্যবহারের এক সময় প্রয়োজন ছিল কিন্তুু প্রযুক্তি ব্যবহারের জন্য নিজেদের মানুষকে গড়ে তুলছি কিনা সে জায়গাটায় সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে। ব্যাংকিংখাতের   নিরাপত্তার সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত। কাজেই নিরাপত্তা বিধানে নিজেদের সচেষ্ট হতে হবে। আইসিটিখাতে দক্ষমানব সম্পদ তৈরিতে সরকারের বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাংক বা যে কোন আর্থিক প্রতিষ্ঠানের দক্ষজনবল তৈরিতে  সরকার সব ধরণের সহযোগিতা প্রদানে প্রস্তুুত। মন্ত্রী বলেন, ডিজিটাল রুপান্তর বেগবান করতে এবং সাইবার নিরাপত্তা বিধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, তারই নেতৃত্বে ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশ নেতৃত্বকারি দেশ হিসেবে পরিচিত পেয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এসএম মনিরুজ্জামান, ডাচ বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহবুদ্দিন আহমেদসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ডাচ বাংলা ব্যাংক প্রায় তিনশত কোটি টাকা ব্যয়ে ফোর টায়ার এ ডাটা সেন্টার তৈরি করে।

মন্ত্রী, ডাটা  সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।


সর্বশেষ খবর